Print Date & Time : 2 August 2025 Saturday 8:40 pm

আগামীকাল থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের আইপিও আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের  প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন করা যাবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, গত ১৮ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এনআরবি কমার্শিয়াল ব্যাংকের আইপিও অনুমোদন দেয়। ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যে ১২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড ও এএফসি ক্যাপিটাল লিমিটেড।