Print Date & Time : 7 July 2025 Monday 10:08 am

আগামী মাসেই শিল্প-কারখানায় গ্যাস সংযোগ: তৌফিক-ই-ইলাহী

শেয়ার বিজ প্রতিনিধি, সাভার: আমদানিকৃত এলএনজি গ্যাসের মাধ্যমে আগামী মাসে শিল্প-কারখানায় নতুন সংযোগ প্রদানের প্রক্রিয়া শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে আবাসিক গ্রাহকদেরও এ সংযোগ প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী। গতকাল সোমবার ঢাকার ধামরাইয়ে আজিম গ্রুপের গ্লোবাল স্টিল অ্যান্ড ইনঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কাতার থেকে আমদানিকৃত তরল গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ বাংলাদেশে এসে পৌঁছাবে। এতে প্রতিদিন পাঁচ কোটি ঘনফুট এলএনজি মূল গ্রিডে যুক্ত হবে। এলএনজি বহনকারী জাহাজ এসে পৌঁছানের পরই আগামী মাস থেকে শিল্প-কারখানার আবেদনকৃত নতুন সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুল আজিম ও বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির এমডি মাসুম আল বিরুনীসহ আমন্ত্রিতরা।