Print Date & Time : 30 August 2025 Saturday 12:40 pm

আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্ট সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

গতকাল মঙ্গলবার বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী পার্থ প্রতীম বড়–য়া এ তথ্য জানান। তিনি জানান, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত যা অব্যাহত থাকতে পারে। এছাড়া উজানে ভারী

বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমারের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বাপাউবো জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে; যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে সুনামগঞ্জ ও নেত্রকোনার চলমান বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হতে পারে।