মুস্তাফিজুর রহমান নাহিদ: আবারও খাত বদলেছেন বিনিয়োগকারীরা। সম্প্রতি ব্যাংক খাতের দিকে ঝুঁকেছেন তারা। এ কারণে প্রতিনিয়ত এসব শেয়ারদর বাড়ছে। মোট লেনদেনও বাড়ছে খাতটির অংশগ্রহণ। গতকালের বাজারে এমন চিত্র দেখা গেছে।
বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, গতকাল সকাল থেকে ব্যাংক খাতের শেয়ারে ক্রেতার ভিড় ছিল। এ কারণে একযোগে বাড়তে থাকে এ খাতের সব প্রতিষ্ঠানের শেয়ারদর। বিক্রেতারা শেয়ারদর বাড়াতে থাকেন। অন্যদিকে ক্রেতারা বেশি দরে এ শেয়ার কিনতে দ্বিধাবোধ করেননি। এর জের ধরে দিন শেষে বেড়েছে খাতটিতে তালিকাভুক্ত শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর।
অন্যদিকে দর বেড়ে যাওয়ার পাশাপাশি গতকাল মোট লেনদেনেও ভালো অবস্থানে চলে যায় খাতটি। দিন শেষে মোট লেনদেনে এ খাতের অবদান দেখা যায় প্রায় ২৪ শতাংশ। এদিকে ব্যাংক খাতে ঝুঁকে পড়ার কারণে বিমা খাতের শেয়ারদর কমতে দেখা যায়। তবে বিক্রয় চাপ বেশি থাকায় লেনদেনের শীর্ষে চলে যায় খাতটি। মোট লেনদেনে খাতটির অবদান দাঁড়ায় প্রায় ২৫ শতাংশ।
অন্যদিকে এক দিনের বিরতি দিয়ে আবারও ইতিবাচক ধারায় ফিরেছে সূচক। গতকাল দিন শেষে ৪৩ পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান হয় পাঁচ হাজার ৮৭৩ পয়েন্টে। এদিন লেনদেন ছাড়িয়ে যায় দুই হাজার কোটি টাকা। দিন শেষে মোট লেনদেন দাঁড়ায় দুই হাজার ৯৯ কোটি টাকায়। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন ছিল ৬৯ কোটি টাকা। এ মার্কেটে মোট ৪৪টি কোম্পানি অংশ নেয়। কোম্পানিগুলোর এক কোটি পাঁচ লাখ ৪৭ হাজার ৪৮১টি শেয়ার ১৪৭ বার হাতবদল হতে দেখা যায়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ২৭ লাখ ৬২ হাজার টাকার ইস্টার্ন ইন্স্যুরেন্সের। তৃতীয় সর্বোচ্চ ছয় কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে ম্যারিকোর।
এছাড়া বেক্সিমকো ফার্মার তিন কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা, বেক্সিমকোর এক কোটি ৩৮ লাখ ৫১ হাজার টাকা ও সিটি ব্যাংকের ৩৬ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে। আইডিএলসির তিন কোটি ১৭ লাখ ৩২ হাজার টাকা, ন্যাশনাল ফিড মিলসের তিন কোটি ২১ লাখ সাত হাজার টাকা, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬১ লাখ ৯৮ হাজার টাকা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ছয় লাখ দুই হাজার টাকা ও ন্যাশনাল পলিমারের ২৯ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। একইভাবে ব্লক মার্কেটে এনআরবিসি ব্যাংকের তিন কোটি ৯১ লাখ ৫৯ হাজার টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৭৮ হাজার টাকা, প্রাইম ব্যাংকের চার কোটি ৪১ লাখ টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ পাঁচ হাজার টাকা, আরএকে সিরামিকের ছয় লাখ ৩৬ হাজার টাকা ও আরডি ফুডের সাত লাখ টাকার শেয়ার লেনদেন হয়।