আজকের এইদিনে

কবি, গীতিকার, সংগীতশিল্পী রজনীকান্ত সেনের আজ ১৫৫তম জন্মদিন। তিনি ১৮৬৫ সালের এই দিনে (২৬ জুলাই) পাবনার ভাঙ্গাবাড়ী গ্রামে এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা সিটি কলেজ থেকে বিএ ও বিএল পাস লাভ করে রাজশাহী কোর্টে ওকালতি শুরু করেন। কিছুদিন তিনি নাটোর ও নওগাঁয় অস্থায়ী মুন্সেফ ছিলেন।

রজনীকান্ত তার বাবার কাছে সংগীত শেখেন, একটি বাঁশিতেই  তার সংগীতের অনুশীলন শুরু হয়। ১৫ বছর বয়সে কালীসংগীত রচনা করেন। রাজশাহীতে তিনি বিভিন্ন সাহিত্যসভা, মজলিশ এবং অনুষ্ঠানে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। সে সময়ে স্থানীয় উৎসাহ পত্রিকায় তার লেখা প্রকাশিত হতো। রজনীকান্ত নিয়মিত কবিতা রচনা করে এবং তিনি কান্তকবি নামে খ্যাত হন। তার কবিতা ও গানের মূল বিষয়বস্তু ছিল ভক্তি ও দেশপ্রেম। তার প্রথম গ্রন্থ ১৯০২ সালে প্রকাশিত হয়। এছাড়া জীবিত অবস্থায় ‘কল্যাণী ও ‘অমৃত; ও মৃত্যুর পর ‘অভয়া, ‘আনন্দময়ী, ‘বিশ্রাম, ‘সদ্ভাবকুসুম  ও শেষদান প্রকাশিত হয়।  

রজনীকান্ত সেনকে বলা হয় স্বদেশী আন্দোলনের যুগের কবি। ১৯০৫ সালে ইংরেজ সরকারের বিরুদ্ধে তার কণ্ঠে ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দীন দুখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই’ গান সাধারণ মানুষকে স্বদেশী আন্দোলনে উদ্বুদ্ধ করে। ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

      ১৮৪৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে

      ১৯৫৫ পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি জন্মগ্রহণ করেন

      ১৮৫৬ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন বিল পাস হয়

      ১৯৫৬ কবি মোহিতলাল মজুমদার মৃত্যুবরণ করেন

      ১৯৭২ ড. কুদরাত-এ-খুদাকে সভাপতি করে  ‘জাতীয় শিক্ষা কমিশন’ গঠিত হয়

      ১৯৮৭ রবীন্দ্র সংগীতশিল্পী চিন্ময় চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন

      ১৯৯১ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়