আজকের এইদিনে

বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম প্রমথ চৌধুরী। তিনি বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক। বাংলা সাহিত্যের গতিপথ ঘুরিয়ে দিয়ে নতুনত্ব এনেছেন। তার রচনায় বাকবৈদগ্ধতা, সুনিপুণতা, সৃষ্টিশৈলিতা, গাম্ভীর্যতা, যুক্তিনিষ্ঠতায় সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। বাংলা সাহিত্যে বীরবল, নীললোহিত নামেই তিনি বেশি পরিচিত। তিনি সে সময়ের বিখ্যাত পত্রিকা ‘সবুজপত্রের সম্পাদক ছিলেন।

প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। ১৮৯০ সালে ইংরেজি সাহিত্যে এমএ সম্পন্ন করে পরবর্তীকালে বিলেত থেকে ব্যারিস্টারি পড়ে আসেন। কলকাতায় ফিরে হাইকোর্টে যোগদান করলেও মনোনিবেশ করতে পারেননি। প্রমথ চৌধুরী মননশীল প্রবন্ধ লেখক হিসেবে খ্যাতি লাভ করেন। তবে তিনি উচ্চমানের গল্প ও কবিতাও রচনা করেছেন। ইংরেজি ও ফরাসি সাহিত্যে সুপণ্ডিত অনুবাদক ছিলেন তিনি। দর্শন, রাষ্ট্রনীতি, ভাষা, সাহিত্য, ইতিহাস প্রভৃতি নানা বিষয়ে তিনি প্রবন্ধ লিখেছেন। তার প্রবন্ধগুলো কূপমণ্ডূকতা, অন্ধবিশ্বাস প্রভৃতির বিরুদ্ধে বিজ্ঞানমনস্কতা, মানবতা আর যুক্তিবাদ প্রতিষ্ঠায় সফল। ছিলেন সাহিত্যের গঠনমূলক সমালোচক। বীরবল প্রমথ চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থ তেল-নুন-লাকড়ি, সনেট পঞ্চাশৎ, চার-ইয়ারি কথা, বীরবলের হালখাতা, পদচারণ, রায়তের কথা, নীললোহিত আত্মকথা প্রভৃতি। ১৯৪১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত হন। বাংলা সাহিত্যের এ বিখ্যাত দিকপাল ১৯৪৬ সালের এই দিনে (২ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

#    ১৭৯২  ফরাসি বিপ্লব তথা সেপ্টেম্বর গণহত্যা সংগঠিত হয়

#    ১৯৪৫  জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়

#    ১৯৪৫  ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে

#    ১৯৪৭  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়

#    ১৯৫২  পণ্ডিত, শিক্ষক বেণী মাধব দাস জন্মগ্রহণ করেন

#    ১৯৬৭  উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী আয়েত আলী খাঁ মৃত্যুবরণ করেন