আজকের এইদিনে

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ ও বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিরূপাত্মক রচয়িতা আবুল মনসুর আহমেদ। ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার পত্রিকা ইত্তেহাদ-এর সম্পাদক ও তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায় কাজ করেছেন। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)’ তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।

আবুল মনসুর আহমদ ১৮৯৮ সালের এই দিনে (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে তিনি প্রথমে আইন ব্যবসা ও পরে সাংবাদিকতায় যুক্ত হন। উপমহাদেশের রাজনীতিতেও তিনি ভূমিকা বিশেষ ভূমিকা রাখেন। খিলাফত ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং ১৯৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। তিনি চল্লিশ, পঞ্চাশ ও ষাটের দশকজুড়ে ধর্মনিরপেক্ষতার পক্ষে অবিরাম প্রচার চালান। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করার পর তিনি কারারুদ্ধ হন এবং ১৯৬২ সালে মুক্তি পান। এরপর তিনি রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করেন। তার রচনা সম্ভারের মধ্যে ‘আয়না’, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’ ও ‘ফুড কনফারেন্স’। তার আত্মজীবনীমূলক আরেকটি গ্রন্থ‘আত্মকথা’।  তার রচিত উপন্যাসের মধ্যে ‘সত্যমিথ্যা’, ‘জীবন ক্ষুধা’ ও ‘আবে-হায়াৎ’। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পদক ও নাসিরউদ্দিন স্বর্ণপদক পেয়েছেন। ১৯৭৯ সালের ১৮ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো

#     ১৮৬৬  জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়

#       ১৯২৬   মহানায়ক উত্তম কুমার জন্মগ্রহণ করেন

#     ১৯৩৩  ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ বিপ্লবী মৃগেন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন

#    ১৯৪৪  আনে ফ্যাঙ্ক ও তার পরিবারকে ওয়েস্টারব্রক থেকে কুখ্যাত আউসভিচ কনসেনটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়

#    ২০০৮  কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী মোহাম্মদ মনিরুজ্জামান  মৃত্যুবরণ করেন

#     ২০১৮  মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা রমা চৌধুরী মৃত্যুবরণ করেন