আজকের এইদিনে

বাংলার কথাসাহিত্যের আকাশের হাজার তারার মাঝে নিজ আলোয় সদা ভাস্বর এক নক্ষত্র কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। তার অনবদ্য রচনা ‘পথের পাঁচালী’।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালের   এই দিনে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাচরাপাড়ায়  জš§গ্রহণ করেন। তিনি বরাবরই একজন মেধাবী ছাত্র ছিলেন। শিক্ষাজীবনের সব পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তিনি তার জীবনে শিক্ষকতা করেছেন; করেছেন সরকারি চাকরি।

 ১৯২১ সালে ‘উপেক্ষিতা’ গল্প প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়। তিনি উপন্যাস, গল্প-সংকলন কিশোর পাঠ্য, ভ্রমণকাহিনী ও দিনলিপি, অন্যান্যসহ মোট ৫৪টি গ্রন্থ রচনা করেছেন। তার লেখা উপন্যাসগুলোর মধ্যে ‘চাঁদের পাহাড়’, ‘আরণ্যক’, পথের পাঁচালী, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী, অশনি সংকেত, দুই বাড়ি বিপিনের সংসার ইত্যাদি উল্লেখযোগ্য। 

পথের পাঁচালী বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা। এই উপন্যাসের মাধ্যমে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। অপরাজিত পথের পাঁচালীরই পরবর্তী অংশ। উপন্যাসটি  ইংরেজি ও ফরাসি ভাষাসহ অনেকগুলো ভাষায় অনূদিত হয়েছে। বিখ্যাত চলচ্চিত্রকার  সত্যজিৎ রায় পথের পাঁচালীকে চলচ্চিত্রে রূপদান করেন। এছাড়া তার একাধিক গল্প- উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। সাহিত্যচর্চার পাশাপাশি বিভূতিভূষণ পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন। ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ মরণোত্তর ‘রবীন্দ্র-পুরস্কার’ লাভ করেন। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় লেখকের জন্মস্থানে বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম রাখা হয়েছে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। ১৯৫০ সালের ১ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি 

#    ১৯১৫  ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জন কর্মীর ফাঁসি হয়

#    ১৯১৯  অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন

#    ১৯২৩   কবি এবং অনুবাদক অরুণাচল বসু জন্মগ্রহণ করেন

#    ১৯৪৩  জার্মানি মুসোলিনিকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়

#    ১৯৮০  তুরস্কে সেনা অভ্যুত্থান হয়

#    ২০০৯ বাউল গানের শিল্পী শাহ আবদুল করিম মৃত্যুবরণ করেন