আজকের এই দিনে

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেন। তার জন্মগত নাম রমা দাশগুপ্ত। জন্ম ও পড়াশোনা পাবনা শহরে। ১৯৫২ সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু। ১৯৫২ থেকে ১৯৭৮ পর্যন্ত বাংলা ও হিন্দি মিলে ৬১টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। উত্তম কুমারের সঙ্গে বাংলা ছবিতে রোমান্টিকতা সৃষ্টি করার জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী। ১৯৬৩ সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন ‘সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস’ পদক লাভ করেন। তিনি ১৯৭২ সালে ভারত সরকারের পদ্মশ্রী সম্মান ও ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ সম্মাননা লাভ করেন। হিন্দি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি দাদাসাহেব ফালকে সম্মাননা নিতে কলকাতা থেকে দিল্লি যেতে চাননি, তাই সম্মাননা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সুচিত্রা সেন ১৯৭৮ সালে চলচ্চিত্র থেকে অবসর নেন। ২০১৪ সালে ১৭ জানুয়ারি তিনি কলকাতার বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আজকের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাগুলো-
# ১৭০৬ সালে মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন জন্মগ্রহণ করেন
# ১৯৪২ সালে বিশ্ব বিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী জন্মগ্রহণ করেন
# ১৯৪৫ সালে ভারতীয় কবি, গীতিকার ও চিত্রনাট্য লেখক জাভেদ আখতার জন্মগ্রহণ করেন
#  ১৯৪৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন শুরু হয়
# ১৯৭৮ সালে শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী তাত্ত্বিক মুজাফফর আহমদ চৌধুরী মৃত্যুবরণ করেন
# ২০০৮ সালে প্রথমবারের মতো বোয়িং ৭৭৭ দুর্ঘটনার শিকার হয়। ব্রিটিশ এয়ারওয়েজের এ উড়োজাহাজ হিথ্রো এয়ারপোর্টে কোনো প্রাণহানি ছাড়াই পুরোপুরি ধ্বংস হয়ে যায়
# ২০১০ সালে ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী জ্যোতিবসু মৃত্যুবরণ করেন
# ২০১৫ সালে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গীতিকার গোবিন্দ হালদার মৃত্যুবরণ করেন