আজকের এই দিনে

অভিনেতা ও নাট্য সংগঠক হুমায়ুন ফরীদির আজ ৬৭তম জন্মদিন। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি খ্যাতি অর্জন করেন। তাকে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয়। অভিনয়ের জন্য তিনি ২০১৮ সালের একুশে পদক (মরণোত্তর) লাভ করেন। হুমায়ুন ফরীদি ১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ঢাকা থিয়েটারে যোগ দেন। তিনি মঞ্চ নাটকে অভিনয় ও মঞ্চ নাটককে প্রসারিত করার লক্ষ্যে গড়ে তোলেন নাট্যকেন্দ্রীক বিভিন্ন সংগঠন। তার অভিনীত মঞ্চ নাটকের মধ্যে শকুন্তলা, কির্তনখোলা, কেরামত মঙ্গল, মুন্তাসীর ফ্যান্টাসি ইত্যাদি।
টেলিভিশন নাটকেও তিনি খ্যাতি লাভ করেন। টেলিভিশনে হুমায়ুন ফরীদির অভিষেক ঘটে ‘নিখোঁজ সংবাদ’ নাটকের মধ্য দিয়ে। ‘সংশপ্তক’ নাটকের কান কাটা রমজান চরিত্রটি ফরীদিকে বাংলা নাট্যামোদী দর্শকের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। হুমায়ুন ফরীদি শৈল্পিক এবং বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি মোট ৩৫টি চলচ্চিত্রে অভিনয় করেন। মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে অতিথি শিক্ষক হিসেবে অভিনয় বিষয়ে কিছুদিন পাঠদান করেন। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৮৫৪ ব্যবসায়ী, সমাজসেবী এবং দানবীর মতিলাল শীল মুত্যুবরণ করেন
# ১৯১৭ মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি জনএফ কেনেডি জন্মগ্রহণ করেন
# ১৯২৯ প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা জন্মগ্রহণ করেন
# ১৯৪১ কবি, লেখক ও মুক্তিযোদ্ধা অরুণাভ সরকার জন্গ্রহণ করেন
# ১৯৫৩ তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দুজনের মধ্যে তেনজিং নরগে প্রথমে শৃঙ্গে উঠেছিলেন
# ১৯৬৩ ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।
# ১৯৭৭ ভাষাতাত্ত্বিক সাহিত্যিক ও শিক্ষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায় মূতুবরণ করেন
# ২০০৪ সঙ্গীতশিল্পী আঞ্জুমান আরা বেগম মূতু্বযরণ কৃরন