আজকের এই দিনে

ভাষা আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযোদ্ধা, আইনজীবী গাজীউল হকের আজ দশম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিচিন্তা গ্রামে জন্মগ্রহণ করেন। গাজীউল হক স্কুলজীবন থেকে বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত হন। ব্রিটিশবিরোধী আন্দোলনের জন্য ১৯৪২ সালে তিনি কারাবন্দি হন। ১৯৫২ সালে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণায় গাজীউল হক প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন। এদিন ১৪৪ ধারা ভঙ্গ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার এমএ ডিগ্রি বাতিল করে। ১৯৫৪-এর নির্বাচনকালে এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর তিনি গ্রেফতার হন। মুক্তিযুদ্ধকালে তার নেতৃত্বে উত্তরবঙ্গের আড়িয়া ক্যান্টনমেন্ট শত্রুমুক্ত হয়। গাজীউল হক ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। ‘ভুলবো না, ভুলবো না, ভুলবো না/এই একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা তিনি। তার উল্লেখযোগ্য গ্রন্থ: জেলের কবিতা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বাংলাদেশ আনচেইন্ড, মিডিয়া ল’স অ্যান্ড রেগুলেশন্স ইন বাংলাদেশ, বাংলাদেশের গণমাধ্যম আইন ও বিধিমালা, প্রভৃতি। তিনি রাষ্ট্রভাষা পদক, ভাষাসৈনিক পদক, একুশে পদকসহ অনেক পদক ও সম্মাননা অর্জন করেন। ২০০৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
#১৬৩১ মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহল মৃত্যুবরণ করেন
# ১৮৫৮ ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁসির রানী লক্ষ্মীবাই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান
# ১৮৮৫ নিউইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি স্থাপন করা হয়
# ১৯৬০ ফরাসি কবি পিয়ের রভের্দি মৃত্যুবরণ করেন
# ১৯৬৭ চীন প্রথম হাইড্রোজেন বোমা তৈরি করে
# ১৯৭৬ কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক হাবীবুর রহমান মৃত্যুবরণ করেন
# ১৯৭৯ কবি বন্দে আলী মিয়া মৃত্যুবরণ করেন
# ১৯৮৫  মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী জর্জিয়া হেল মৃত্যুবরণ করেন
# ১৯৯১ দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে গৃহীত আইনের বলে বর্ণবৈষম্যের অবসান ঘটে
# ২০০৬ বাংলাদেশি সুরকার, সংগীত পরিচালক ও সংগীতজ্ঞ আনোয়ার পারভেজ মৃত্যুবরণ করেন