আজ ছাত্রনেতা ও রাজনীতিক আবদুল কুদ্দুস মাখনের ৭২তম জন্মবার্ষিকী। তিনি ১৯৪৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সত্তরের দশকের শুরুতে দেশে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের ছয় দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বাঞ্চলীয় সেক্টরের অধীনে তিনি মুজিব বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। তিনি ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৮৬৩ আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু হয়
# ১৮৬৭ কানাডা স্বাধীনতা লাভ করে
# ১৮৭৯ অবিভক্ত ভারতবর্ষে প্রথম পোস্টকার্ড চালু হয়
# ১৯০৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল ফজল জন্মগ্রহণ করেন
# ১৯২১ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
# ১৯২৩ সাংবাদিক, কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক হাবীবুর রহমান জন্মগ্রহণ করেন
# ১৯২৮ সেতারবাদক, সুরকার ও সংগীত পরিচালক মীর কাশেম খান জন্মগ্রহণ করেন
# ১৯৩২ গীতিকার, সুরকার ও শিল্পী এমএন আখতার জন্মগ্রহণ করেন।
# ১৯৪০ সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী জন্মগ্রহণ করেন
# ১৯৪৭ ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয়
# ১৯৪৮ চলচ্চিত্র অভিনেত্রী ডলি আনোয়ার জন্মগ্রহণ করেন
# ১৯৬১ যুক্তরাজ্যের যুবরাজ্ঞী প্রিন্সেস ডায়ানা জন্মগ্রহণ করেন
# ২০০৪ অস্কার পুরস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা মার্লোন ব্রান্ডো মৃত্যুবরণ করেন
# ২০১৬ ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি
হামলা হয়