বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর স্থাপনা বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। ১৯৮২ সালের এই দিনে ভবনটি উদ্বোধন করা হয়। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই ইসাডোর কান এ ভবনের স্থাপত্য নকশা প্রণয়ন করেন। ২১৫ একর জমির ওপর ভবনটি নির্মিত। মূল ভবনের পাশাপাশি রয়েছে উম্মুক্ত সবুজ পরিসর, মনোরম জলাধার ও সংসদ সদস্যদের কার্যালয়। ১৯৬১ সালে সংসদ ভবনের নির্মাণকাজ শুরু করা হয়।
সংসদ ভবনে মার্বেল পাথর সংযুক্ত বিপুল কংক্রিটের বহিঃদেয়ালের মাঝে রয়েছে নিখুঁত জ্যামিতিক আকৃতির প্রবেশদ্বার। ভবনের একেবারে কেন্দ্রবিন্দুতে সংসদের অধিবেশন কক্ষ। সমকেন্দ্রিক নকশার মূল হলরুমকে কেন্দ্র করে বিভিন্ন অংশগুলো গড়ে উঠেছে। বর্গাকার নকশার হলেও নিপুণভাবে অষ্টভুজের মধ্য স্থাপিত হয়েছে। মাটির উপরে কাঠামোটির উচ্চতা ৪৯ দশমিক ৬৮ মিটার।
ভবনের কোথাও কোনো কলাম নেই। দৃশ্যত মনে হয় বিশাল কংক্রিট খোদাই করে পরিণত করা হয়েছে অসাধারণ কার্যকর ভাস্কর্যে। ছাদ দিয়ে প্রবেশকৃত আলো বিভিন্ন জায়গা আলোকিত করায় মনে হয় তা স্বর্গীয় আলোকচ্ছটা। ভবনের নকশায় বাতাসের বাধাহীন চলাচলকে সম্ভব করেছে বহিস্থ ফাসাদের বিশাল জ্যামিতিক ত্রিভুজ, আয়তক্ষেত্র, সম্পূর্ণ বৃত্ত ও বৃত্তাংশ এবং সমতল খিলানগুলো।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৫৪৭ সালে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি মৃত্যুবরণ করেন।
# ১৮৩১ সালে ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
# ১৯৮৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা আবদুল রেজ্জাক খান মৃত্যুবরণ করেন।
# ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর স্পেস শাটল চ্যালেঞ্জারে বিস্ফোরণে ৯ জন আরোহীই নিহত হন।
# ২০১০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পাঁচজনের ফাঁসির রায় কার্যকর হয়।