চিত্রশিল্পে তার স্বতঃস্ফূর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিকে পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহৎ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মাস্কট মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় যার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর। তিনি বাংলাদেশের গুণী চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার।
মুস্তফা মনোয়ারের জন্ম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। ১৯৫৯ সালে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। তৎকালীন পূর্ব পাকিস্তানের চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক পদে চাকরির মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। বিটিভির উপমহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে তিনি দায়িত্ব পালন করেন। জনবিভাগ উন্নয়ন কেন্দ্রীয় চেয়ারম্যান এবং এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টারের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন। বিটিভি থেকে প্রচারিত নতুন কুঁড়ি এবং বাংলাদেশে পাপেট তৈরি ও কাহিনী সংবলিত পাপেট প্রদর্শনের মূল উদ্যোক্তা তিনি। তৈরি করেছেন নাটক ‘রক্তকরবী’। তিনি একুশে পদকসহ অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৮৫৩ উত্তমাশা অন্তরীপ থেকে ত্রিকোণ ডাকটিকিট ইস্যু হয়
# ১৯০৫ ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে
# ১৯১৮ মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর জন্ম
# ১৯৩৯ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে
# ১৯৫০ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
# ১৯৬২ কবি, গায়ক এবং চিত্রশিল্পী কফিল আহমেদ জন্মগ্রহণ করেন
# ১৯৬৫ গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক নচিকেতা চক্রবর্তী জন্মগ্রহণ করেন
# ১৯৭৮ বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন