Print Date & Time : 28 July 2025 Monday 10:53 am

আজকের এই দিনে

একাত্তরের মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধা, সামরিক কর্মকর্তা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক। নাজমুল হক ১৯৩৮ সালের ১ আগস্ট চট্টগ্রামের লোহাগড়া থানার আমিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান বুয়েট) অধ্যয়নরত অবস্থায় সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৬৮ সালের পাক-ভারত যুদ্ধে যোগ দিয়ে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৭০ সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি ঢাকায় বদলি হন। ১৯৭১ সালের ১৮ মার্চ রাজশাহীর নওগাঁয়ে ৭নং উইং ইপিআরের উইং কমান্ডার হিসেবে তিনি দায়িত্বগ্রহণ করেন। ২৬ মার্চ নওগাঁতে তারই নেতৃত্বে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। তখন থেকে ১৮ এপ্রিল পর্যন্ত তার নির্দেশনায় রাজশাহী, বগুড়া, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ইপিআর ও জনগণ পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। প্রবাসী বাংলাদেশ সরকার মেজর নাজমুল হককে রাজশাহী-পাবনা অঞ্চলের আঞ্চলিক অধিনায়ক নিযুক্ত করে। জুলাই মাসে সেক্টর গঠন করা হলে তিনি ৭নং সেক্টরের সেক্টর কমান্ডার নিযুক্ত হন। নাজমুল হক ও তার সাবসেক্টর কমান্ডাররা ৭নং সেক্টরের অন্তর্ভুক্ত সোনামসজিদ এলাকা, কানসাট, শিবগঞ্জ, আরগরারহাট ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় অপারেশন চালিয়ে সাফল্য অর্জন করেন। তিনি ২৬ সেপ্টেম্বর শিলিগুড়িতে ভারতীয় ও বাংলাদেশি সেনা কর্মকর্তাদের এক সম্মেলনে যোগ দেন। সম্মেলন শেষে ফেরার পথে জিপ দুর্ঘটনায় তিনি নিহত হন। ঐতিহাসিক সোনা মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৯০৭  ব্রিটিশবিরোধী সংগ্রামের বিপ্লবী ভগৎ সিং জন্মগ্রহণ করেন
# ১৯৪০  দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বার্লিনে জার্মানি, জাপান ও ইতালি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে
# ১৯৫৮  ভারতীয় সাঁতারু মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন
# ১৮৩৩  ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ও বাঙালি দার্শনিক রাজা রামমোহন রায় মৃত্যুবরণ করেন
# ১৮৯১  রাশিয়ান লেখক ও সমালোচক ইভান গোঞ্চারোভ মৃত্যুবরণ করেন
# ২০১৬  সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক মৃত্যুবরণ করেন