Print Date & Time : 7 August 2025 Thursday 4:22 am

আজকের এই দিনে

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। বাংলাদেশের স্থপতি দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। তার রাজনৈতিক কর্মজীবন প্রায় চার দশকেরও বেশি। তিনি ১৯৮৬ থেকে ১৯৯০ ও ১৯৯১-১৯৯৫ পর্যন্ত বিরোধী দলের নেতা এবং ১৯৯৬-২০০১ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮, ২০১৪, ২০১৮ সালের নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী ।
শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেছা। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৬৮ সালে খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সে সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান। ১৯৮১ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। একই বছরের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কয়েকবার অন্তরীণ ও গৃহবন্দি হয়েছেন। তাকে হত্যার জন্য বারবার হামলা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় এক জনসভায় বক্তৃতাদানকালে গ্রেনেড হামলায় দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনা প্রথমবারের মতো গ্রেফতার হন ২০০৭ সালে। রাজনীতির বাইরে লেখক হিসেবে শেখ হাসিনার অবদান রয়েছে। এ পর্যন্ত তিনি রচনা ও সম্পাদনা করেছেন প্রায় ৩০টি গ্রন্থ।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৯২৮ স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন
# ১৯২৯ ভারতীয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন
# ১৯২৬ উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব অনন্তহরি মিত্র মৃত্যুবরণ করেন
# ১৯৯৬ আফগান রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ মৃত্যুবরণ করেন
# ২০১৬ পোলীয় বংশোদ্ভূত ইসরাইলি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শিমন পেরেজ মৃত্যুবরণ করেন