আজকের এই দিনে

উপমহাদেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক শচীন দেববর্মণ। বাংলা গানের এই কিংবদন্তি শিল্পী এসডি বর্মণ হিসেবেও বিশেষ পরিচিতি লাভ করেন। কুমিল্লায় কুমার বাহাদুর নবদ্বীপ চন্দ্রের প্রাসাদে ১৯০৬ সালের এই দিনে শচীন দেববর্মণ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান।
শচীন দেববর্মণ ছেলেবেলায় লোকসংগীতের প্রতি আকৃষ্ট হন। ১৯২৩ সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রে তিনি প্রথম গান করেন। ১৯৩২ সালে ভারতের বিখ্যাত রেকর্ড প্রস্তুতকারী শীর্ষ প্রতিষ্ঠান এইচএমভিতে তিনি অডিশনে প্রথমে ফেল করলেও সে বছরই তার প্রথম গ্রামোফোন রেকর্ড বের করতে সফল হন। ১৯৩০-এর দশকে তিনি রেডিওতে পল্লিগীতি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পূর্ববাংলা এবং উত্তর-পূর্ব বাংলার পল্লিগীতির ওপর তার বিশেষ ঝোঁক ছিল। ১৯৩৪ সালে নিখিল ভারত সংগীত সম্মিলনে গান গেয়ে তিনি স্বর্ণপদক লাভ করেন। ১৯৩৭ সালে রাজগী নামক চলচ্চিত্রের মাধ্যমে তিনি সংগীত পরিচালনা শুরু করেন। লোকসংগীতের বাইরে তিনি নজরুলের কথা ও সুরে চারটি গান রেকর্ড করেন। ১৯৩৭ সাল থেকে বাংলা ছায়াছবিতে তিনি সংগীত পরিচালনা করেন। তিনি ৮০টির মতো হিন্দি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করে চিত্রজগতে বিশেষ খ্যাতির অর্জন করেন। সংগীতে অবদানের জন্য তিনি প্রচুর পুরস্কার ও স্বীকৃতি লাভ করেন। শচীন দেববর্মণ ১৯৬৯ সালে ভারত সরকারের ‘পদ্মশ্রী’ উপাধি এবং চলচ্চিত্রে হিন্দি গানের নেপথ্য গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
১৮৫৪ ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়
১৯০৯ ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়
১৯২৪ বাংলাদেশি আইনজীবী এবং রাজনীতিবিদ আবদুল মালেক উকিল জন্মগ্রহণ করেন
১৯৮৮ মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০১ বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়