ভারতের অন্যতম প্রধান রাজনীতিবিদ, স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ও প্রভাবশালী নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী। গোটা বিশ্বে তিনি মহাত্মা, বাপু বা বাবা নামে পরিচিত। ভারত সরকার তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে। মহাত্মা গান্ধী ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে ইংরেজ স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণের আন্দোলন ঘোষিত হয়েছিল। এ আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের ওপর। এটি সারা বিশ্বে বিশ্বের স্বাধীনতা এবং অধিকার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। মোহনদাস করমচাঁদ গান্ধী ১৮৬৯ সালের এই দিনে পোরবন্দরের হিন্দু মোধ পরিবারে জন্ম গ্রহণ করেন। ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করে ১৯৯৩ সালে গান্ধী আইন ব্যবসা করতে দক্ষিণ আফ্রিকায় যান। তিনি সেখানে ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণভাবে প্রচলিত বৈষম্যের শিকার হন। সেখানেই তিনি প্রথম নিপীড়িত ভারতীয় নাগরিকদের অধিকার আদায়ে অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। ১৯১৫ সালে ৯ জানুয়ারি তিনি ভারতে ফিরে আসেন। ১৯২১ সালে গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী দায়িত্ব পান। এ সময়ে তিনি অভিজাত শ্রেণির সংগঠন থেকে কংগ্রেসকে জনগণের পার্টিতে রূপ দেন। পরে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ১৯৪২ সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটান। মহাত্মা গান্ধী ১৯৩০ সালে গান্ধী লবণ করের বিরুদ্ধে প্রতিবাদে ৪০০ কিলোমিটার দীর্ঘ ডাণ্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি হিন্দু মৌলবাদী নাথুরাম গডসের গুলিতে তিনি নিহত হন। জাতিসংঘ অহিংস আন্দোলনের বিশ্ব স্বীকৃতিস্বরূপ গান্ধীর জন্মদিন ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করে।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৯০৪ ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক গ্রাহাম গ্রিন জন্মগ্রহণ করেন
# ১৯১৭ কবি ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার মৃত্যুবরণ করেন
# ১৯৩৪ জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের
আত্মপ্রকাশ ঘটে
# ১৯৭৭ ঢাকা সেনানিবাস ও বিমানবন্দরে সেনা বিদ্রোহ ঘটে, এতে বিমানবাহিনীর ১১ জন অফিসার নিহত হন
# ১৯৮৩ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয়