আজকের এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত আসামি আবদুল কাদের মোল্লার বিচারের রায় ঘোষণা করে। কবি মেহেরুন্নেসাকে হত্যা, মিরপুরের আলুব্দি গ্রামে ৩৪৪ জন মানুষ হত্যাসহ মোট ছয়টি অপরাধের পাঁচটি প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। কিন্তু এতগুলো হত্যা, ধর্ষণ, সর্বোপরি গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডকে বাংলাদেশের আপামর জনসাধারণ মেনে নিতে পারেনি। রায়ের প্রতিক্রিয়া হিসেবে বিপুলসংখ্যক মানুষ ঢাকার শাহবাগে জড়ো হতে শুরু করে এবং এর অনুসরণে একসময় দেশটির অনেক স্থানেই সাধারণ মানুষের বিক্ষোভ সমাবেশ শুরু হয়। দেশব্যাপী বিক্ষোভের ফলে সরকার জনতার দাবি মেনে নিতে বাধ্য হয় এবং আইন সংশোধনের মাধ্যমে আপিল করার ব্যবস্থা রাখে। ফলে কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৭৯২ সালে টিপু সুলতান ব্রিটিশ ও হায়দরাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহিশুরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দিতে বাধ্য হন।
# ১৯২১ সালে বাঙালি বিপ্লবী ও বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
# ১৮৯৪ সালে বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন জন্মগ্রহণ করেন।
# ১৯৩৭ সালে চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।
# ১৯৬৬ সালে লাহোরে ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’ শেষে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উপস্থাপন করেন।
# ১৯৭৪ সালে জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস।
# ১৯৮৫ সালে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো জন্ম গ্রহণ করেন।