Print Date & Time : 4 August 2025 Monday 11:45 am

আজকের এই দিনে

সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজ সংস্কারক এবং নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ, রোকেয়া সাখাওয়াৎ হোসেন। তিনি বেগম রোকেয়া নামেই সমধিক পরিচিত। বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ ইউনিয়নে জন্মগ্রহণ করেন। রোকেয়া যে সামাজিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন, সেখানে মুসলমান মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের কোনো সুযোগ ছিল না। ভাইবোনদের সহায়তায় তিনি বাংলা ও ইংরেজি দুই ভাষাই ভালোভাবে আয়ত্ত করেন। ১৮৯৮ সালে রোকেয়ার বিয়ে হয় সৈয়দ সাখাওয়াৎ হোসেনের সঙ্গে। স্বামীর সাহচর্যে ও উৎসাহে রোকেয়ার জ্ঞানচর্চার পরিধি বিস্তৃত হয়। স্বামীর মৃত্যুর পর ১৯০৯ সালের ১ অক্টোবর স্বামীর প্রদত্ত অর্থে পাঁচটি ছাত্রী নিয়ে তিনি ভাগলপুরে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস’ স্কুল স্থাপন করেন। পরে ১৯১১ সালে মাত্র আটজন ছাত্রী নিয়ে তিনি নবপর্যায়ে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেন। প্রায় দুই যুগ ধরে বেগম রোকেয়া তার সর্বশক্তি প্রয়োগ করেন স্কুল পরিচালনায়। তার আবেদনের ফলেই ১৯১৯ সালে কলকাতায় ‘মুসলিম মহিলা ট্রেনিং স্কুল’ স্থাপন করা হয়।

বেগম রোকেয়া নবনূর, সওগাত, মোহাম্মদী, নবপ্রভা, মহিলা, ভারতমহিলা, আল-এসলাম, নওরোজ, মাহে নও, বঙ্গীয় মুসলমান সাহিত্যসহ প্রভৃতি পত্রিকায় নিয়মিত  লেখেন। সমকালীন সাময়িক পত্রে মিসেস আর.এস হোসেন নামে তার রচনা প্রকাশিত হয়। রোকেয়ার উল্লেখযোগ্য গ্রন্থ মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি। এছাড়া তিনি অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ রচনা করেন। বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

#            ১৪৮৪ দৃষ্টিহীন হিন্দি কবি সরুদাস জন্মগ্রহণ করেন

#            ১৬০৮ বিশ্বখ্যাত ইংরেজ কবি জন মিল্টন জন্মগ্রহণ করেন

#            ১৯১৬ জাপানি ঔপন্যাসিক সোসেকি নাৎসুম মৃত্যুবরণ করেন

#            ১৯৩৮ সেক্টর কমান্ডার মীর শওকত আলী বীর উত্তম জন্মগ্রহণ করেন

#            ১৯৬১ যুদ্ধাপরাধে আর্জেন্টিনার কর্নেল অ্যাডলফ আইখম্যানের বিচার সম্পন্ন হয়

#            ১৯৯১ ইউরোপীয় কমিউনিটি কর্তৃক অভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও অভিন্ন মুদ্রা চালুর সিদ্ধান্ত