মহাকবি, নাট্যকার, বাংলা কাব্যে সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে তিনি কলকাতা যান, সেখানে হিন্দু কলেজে পড়ার সময় তিনি বাংলা, সংস্কৃত ও ফারসি ভাষা শেখেন। পরে তিনি ইংরেজি, গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষাও শেখার সুযোগ পান। কলেজে অধ্যয়নকালেই মধুসূদন কাব্যচর্চা শুরু করেন। ১৮৩৪ সালে তিনি কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংরেজি ‘নাট্য-বিষয়ক প্রস্তাব’ আবৃত্তি করে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন। একই বছর তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেন এবং ‘মাইকেল’ যুক্ত করে মাইকেল মধুসূদন দত্ত নাম ধারণ করেন। কপোতাক্ষ নদ তার অন্যতম সনেট কবিতা। তার সর্বকীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত ‘মেঘনাদবধ’ মহাকাব্য। ‘দ্য ক্যাপটিভ লেডি’, ‘শর্মিষ্ঠা’, ‘কৃষ্ণকুমারী’ (নাটক), ‘পদ্মাবতী’ (নাটক), ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’, ‘একেই কি বলে সভ্যতা’, ‘তিলোত্তমাসম্ভব’, ‘বীরাঙ্গনা’, ‘ব্রজাঙ্গনা’, ‘চতুর্দশপদী কবিতাবলী’, ‘হেকটর বধ’ প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ।
উনিশ শতকের বাঙালি নবজাগরণের অন্যতম পথিকৃৎ মধুসূদন। পাশ্চাত্য সাহিত্যের আদর্শে সমকালীন ইংরেজি শিক্ষিত বাঙালির জীবনদর্শন ও রুচির উপযোগী করে তিনি তা কাব্যে রূপায়িত করেন, সূচনা করেন বাংলা সাহিত্যে এক নবযুগের। তিনি বাংলা ভাষার অন্তর্নিহিত শক্তি আবিষ্কার করে এই ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধন করেন। এ কারণেই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি ১৮৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৮৬৪ শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার আশুতোষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন
# ১৯৩৬ বাঙালি লেখক সাহিত্যিক বুদ্ধদেব গুহ জন্মগ্রহণ করেন
# ১৯৩৮ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক, সংগীতজ্ঞ অজিত রায় জন্মগ্রহণ করেন
# ১৯৯২ আলজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বোদিয়াফ নিহত হন
# ২০০৩ মার্কিন অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন মৃত্যুবরণ করেন
# ২০১৪ কবি আবুল হোসেন মৃত্যুবরণ করেন
# ২০১৫ চিকিৎসা বিজ্ঞানী মুজিবুর রহমান মৃত্যুবরণ করেন