শিক্ষাবিদ, বিজ্ঞানী ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন ১৮৯৭ সালের এই দিনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস রাজবাড়ীর পাংশা উপজেলার বাগমারা গ্রামে। তিনি ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর পদার্থবিজ্ঞান বিভাগে ডেমোনেস্ট্রেটর হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতত্ত্ব ও তথ্যগণিত বিষয়ের অধ্যাপক এবং ১৯৬১ সালে অবসরের পর পরিসংখ্যান বিভাগের ‘সুপারনিউমারারি প্রফেসর’ হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞান অনুষদের ডিন ও পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালকেরও দায়িত্ব পালন করেন তিনি। অধ্যাপক মোতাহার হোসেন ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ইমেরিটাস প্রফেসর’ পদে নিযুক্ত হন। ১৯৬০ সালে তিনি পাকিস্তান সরকার কর্তৃক ‘সিতারা-ই-ইমতিয়াজ’ খেতাবে ভূষিত হন। ১৯২৬ সালে তিনি ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। তিনি বাংলা বানান ও লিপি সংস্কার কমিটিরও অন্যতম সদস্য ছিলেন। কাজী মোতাহার হোসেন বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে অসংখ্য প্রবন্ধ ও পুস্তক রচনা করেছেন। তিনি ১৯৬১ সালে প্রতিক্রিয়াশীলদের বিরোধিতার মুখে ঢাকায় রবীন্দ্র-জন্ম শতবার্ষিকী পালনে সাহসী ভূমিকা পালন করেন। ১৯৬৭ সালে পাকিস্তানের শাসকগোষ্ঠী রেডিও-টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের পদক্ষেপ নিলে তিনি প্রতিবাদ জানান। তিনি বাংলা একাডেমির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। ১৯৭৫ সালে ড. মোতাহার হোসেন ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে সম্মানিত হন। তিনি বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএসসি ডিগ্রিসহ অনেক পদ লাভ করেন। তিনি একজন খ্যাতিমান দাবাড়– এবং দাবা সংগঠকও ছিলেন। ১৯৮১ সালের ৯ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৮৫৫ সিমেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ভিলহেম ফন সিমেন্স জন্মগ্রহণ করেন
# ১৯৫৩ প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা জন্মগ্রহণ করেন
# ১৯৮০ চারুশিল্পী গোপাল ঘোষ মৃত্যুবরণ করেন
# ১৯৮৭ ঔপন্যাসিক ও ছোট গল্পকার বিভূতিভূষণ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন