ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই। তিনি ১৯১৯ সালের এই দিনে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪১ সালে বিএ অনার্স এবং ১৯৪২ সালে এমএ ডিগ্রি লাভ করেন। ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে অধ্যাপনার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৪৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক পদে নিয়োগ লাভ করেন। ১৯৫০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ভাষাতত্ত্বে অধ্যয়ন ও গবেষণার জন্য গেলে তিনি ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব ছাড়াও ইংরেজি, আরবি, সংস্কৃত, দ্রাবিড় প্রভৃতি ভাষা শিক্ষার সুযোগ লাভ করেন। ১৯৫২ সালে তিনি বাংলা ভাষা-সংক্রান্ত অভিসন্দর্ভ রচনা করে ডিস্টিংশনসহ এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পর বাংলাভাষা, সাহিত্য ও সংস্কৃতি সংকটের মধ্যে পড়লে আবদুল হাই পেশাগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেন। ১৯৫২ সালে তারই আগ্রহে সৈয়দ আলী আহসান, মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আহমদ শরীফ, আনিসুজ্জামান, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ শিক্ষক বাংলা বিভাগে যোগদান করেন। ১৯৫৪ সালে তিনি বাংলা বিভাগের রিডার ও অধ্যক্ষ নিযুক্ত হন। তার প্রকাশিত গ্রন্থÑসাহিত্য ও সংস্কৃতি, বিলেতে সাড়ে সাতশ’ দিন, তোষামোদ ও রাজনীতির ভাষা, ভাষা ও সাহিত্য, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব প্রভৃতি। ১৯৬৮ সালে আমেরিকার মিজোরি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দশ মাস অবস্থান করেন। ১৯৯৬ সালে তিনি একুশে পদক লাভ করেন। ১৯৬৯ সালের ৩ জুন তিনি মৃত্যুবরণ করেন।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৩৭৯ ইংল্যান্ডে অক্সফোর্ড নিউ কলেজ প্রতিষ্ঠিত হয়
# ১৯৫৫ সোভিয়েত ইউনিয়ন শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়
# ১৯৭৬ ‘মাইক্রোসফট’ নামটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয়
# ১৯৮৯ জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়
# ২০১৭ নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক রাহিজা খানম ঝুনু মৃত্যুবরণ করেন