আজকের এই দিনে

তারামন বিবি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর নারী মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তার সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সরকার তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করেন। তারামন বিবি ১৯৫৭ সালে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১-এর  মুক্তিযুদ্ধের শুরুতে তিনি ১১নং সেক্টরে নিজ গ্রাম কুড়িগ্রাম জেলার শংকর মাধবপুরে ছিলেন। সে সময় ১১নং সেক্টরের নেতৃত্বে ছিলেন সেক্টর কমান্ডার আবু তাহের (কর্নেল তাহের)। মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধা তারামনকে ক্যাম্পে রান্নাবান্নার জন্য নিয়ে আসেন। তিনিই তাকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন ও অস্ত্র চালনা শেখান। পরে তারামন বিবি মুক্তিযোদ্ধাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন নানা ভূমিকায় ও অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন। শুধু সম্মুখ যুদ্ধই নয়, নানা কৌশলে শত্রু পক্ষের তৎপরতা এবং অবস্থান জানতে গুপ্তচর সেজে সোজা চলে গেছেন পাকিস্তানি বাহিনীর শিবিরে। এসব দুঃসাহসী কাজে ঝাঁপিয়ে পড়েন একমাত্র দেশমাতৃকার মুক্তির জন্য। ১৯৯৫ সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক বিমল কান্তি দে তার সন্ধান পান। ১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয় ‘বীর প্রতীক’ সম্মাননা। তারামন বিবি বীর প্রতীক ২০১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজিবপুর উপজেলায় সমাধিস্থ করা হয়।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

#      ১৯০৩  চট্টগ্রামের যুব বিদ্রোহের অন্যতম নায়ক রাজনীতিবিদ অনন্ত সিং জন্মগ্রহণ করেন

#      ১৯১৯  প্রথম মহিলা সংসদ সদস্য হিসেবে লেডি অ্যাস্টর যুক্তরাজ্যের হাউস অব কমন্সে তার আসন গ্রহণ করেন

#      ১৯২০  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে স্যার ফিলিপ জোসেফ হার্টগ  দায়িত্ব গ্রহণ করেন

#      ১৯৮০  বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়

#      ১৯৮১  এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়

#      ১৯৮৮  বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন

#      ২০১৮  আলোকচিত্রী ও চলচ্চিত্র ভিডিওগ্রাফার আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন