আজকের এই দিনে

বাংলা মুদ্রণশিল্পের অন্যতম পথিকৃৎ, প্রখ্যাত শিশুসাহিত্যিক, চিত্রশিল্পী উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। তিনি একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। ‘গুপি-গাইন বাঘা-বাইন’, ‘টুনটুনি’র বই ইত্যাদি তার অমর সৃষ্টি।

উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ১৮৬৩ সালের ১০ মে তৎকালীন ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে জš§গ্রহণ করেন। তরুণ বয়সেই তার সাহিত্যচর্চায় হাতেখড়ি ঘটে ও গোটা জীবন নিরবচ্ছিন্নভাবে তিনি সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। ১৮৮৩ সালে ‘সখা’ পত্রিকায় তার প্রথম রচনা প্রকাশিত হয়। ছড়া, কবিতা, গান, গল্প, নাটক, বৈজ্ঞানিক প্রবন্ধ, রূপকথা, উপকথা, পৌরাণিক কাহিনি ও বৈজ্ঞানিক কল্পকাহিনি রচনাসহ শিশুকিশোর সাহিত্যের প্রায় সব শাখায় তার বিচরণ করেন এবং বাংলা শিশুসাহিত্যের দিকনির্দেশকের ভূমিকা পালন করেন। ১৯১৩ সালে তারই সম্পাদনায় জনপ্রিয় শিশুকিশোর সাহিত্য পত্রিকা ‘সন্দেশ’ প্রথম প্রকাশ হয়;  যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন।

উপেন্দ্রকিশোর তার রচিত বইগুলোর প্রচ্ছদ এবং ভেতরের ছবি তিনিই অঙ্কন করেন। ১৮৯৫ সালে তিনি ছাপাখানা ও পরে ‘ইউ রায় অ্যান্ড সন্স’ কোম্পানির প্রতিষ্ঠা করেন।

শিশুকিশোরদের জন্য তিনি প্রচুর সাহিত্য রচনা করেন। নানা ধরনের ডায়াফ্রাম তৈরি, রে-স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র নির্মাণ, ব্লক নির্মাণের ডায়োটাইপ ও রি-প্রিন্ট পদ্ধতির উদ্ভাবন করে তিনি মুদ্রণ শিল্পের বিকাশ ঘটান। সংগীতচর্চার প্রতিও তিনি অনুরক্ত ছিলেন। বেহালা শিক্ষা এবং হারমোনিয়াম শিক্ষা নামে দুটি বই রচনা করেন। ১৯১৫ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

#  ১৮৬৬  সাংবাদিক ও সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন

#  ১৯৩১  মার্কসবাদ-লেনিনবাদের তাত্ত্বিক, রাজনীতিবিদ, লেখক, বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর জন্মগ্রহণ করেন

#  ১৯৭১  জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন; জুলফিকার আলি ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন

#  ১৯৯০   প্রখ্যাত সংগীতশিল্পী মাহমুদুন্নবী মৃত্যুবরণ করেন

#  ২০১৩  সৈয়দা জোহরা তাজউদ্দীন মৃত্যুবরণ করেন

#  ২০১৪  জিনতত্ত্ববিদ বিজ্ঞানী মাকসুদুল আলম মৃত্যুবরণ করেন

#  ২০১৮  মুক্তিযোদ্ধা ও মিডিয়া ব্যক্তিত্ব সরকার ফিরোজ মৃত্যুবরণ করেন