Print Date & Time : 4 August 2025 Monday 12:05 am

আজকের এই দিনে

জনপ্রিয় কথাশিল্পী, ঔপন্যাসিক, গল্পকার ও সম্পাদক সরদার জয়েনউদ্দীন। তার প্রকৃত নাম মুহম্মদ জয়েনউদ্দীন বিশ্বাস। ১৯৫২ সালে তার প্রথম গল্পগ্রন্থ নয়ান ঢুলি প্রকাশ হলে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। আর ‘অনেক সূর্যের আশা’ উপন্যাস তাকে খ্যাতি ও প্রতিষ্ঠা এনে দেয়। ১৯৬৭ সালে বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও আদমজী সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন।

সরদার জয়েনউদ্দীন পাবনার কামারহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪১ সালে কিছুদিন তিনি সেনাবাহিনীতে চাকরি করেন। পরে দৈনিক পাকিস্তান, সংবাদ, ইত্তেফাক ও অবজারভার পত্রিকা এবং বাংলা একাডেমি, ন্যাশনাল বুক সেন্টার (বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্র), বাংলাদেশ টেক্সট বুক বোর্ড প্রভৃতি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি পাকিস্তান কোঅপারেটিভ বুক সোসাইটির শিশুকিশোর ম্যাগাজিন সেতারা ও শাহীনের সম্পাদকের দায়িত্বও পালন করেন।

জয়েনউদ্দীন তার রচনায় গণমানুষের কল্যাণ ও মুক্তিচিন্তার পাশাপাশি সমকালীন সমাজ ও রাজনীতিবিষয়ক ঘটনাবলিও প্রাধান্য দিয়েছেন। তার গল্পগ্রন্থ বীর কণ্ঠীর বিয়ে, খরস্রোত, বেলা ব্যানার্জীর প্রেম ও অষ্টপ্রহর। উপন্যাসের মধ্যে নীল রং রক্ত, অনেক সূর্যের আশা, বেগম শেফালী মির্জা ও বিধ্বস্ত রোদের ঢেউ উল্লেখযোগ্য। তিনি উল্টো রাজার দেশ ও অবাক অভিযান নামে দুটি শিশুতোষ গ্রন্থও রচনা করেন। ১৯৮৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

#      ১৮৮৭  ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন জন্মগ্রহণ করেন

#      ১৯৫৮ ব্রিটিশবিরোধী বিপ্লবী ও বুদ্ধিজীবী তারকনাথ দাস মৃত্যুবরণ করেন

#      ১৯৭১ বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়

#      ১৯৭১ বাংলাদেশের মন্ত্রিপরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ

#      ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়

#      ১৯৮৬ সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার হয়

#      ১৯৯৩ দক্ষিণ আফ্রিকায় বর্ণ-বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন পায়।