বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও প্রাবন্ধিক বিনয় মুখোপাধ্যায় (১০ জানুয়ারি ১৯০৮–২২ অক্টোবর ২০০২)। কর্মজীবনে ‘যাযাবর’ ছদ্মনামে তার লেখা ‘দৃষ্টিপাত’ গ্রন্থটি পঞ্চাশের দশকে বাঙালি পাঠকমহলে আড়োলন সৃষ্টি করেছিল। বিনয়ে মুখোপাধ্যায়ের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকার ফেগুনামার গ্রামে। তার পিতার নাম ফণীভূষণ মুখোপাধ্যায় ও মায়ের নাম মনোরমা দেবী। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। তার বাবাও সাহিত্যচর্চা করতেন। পারিবারিক সাহিত্যের আবহাওয়া তাকে সাহিত্য রচনার প্রেরণা জুগিয়েছে। বিনয় চাঁদপুরের জুবিলী হাইস্কুল থেকে ম্যাট্রিক, সেন্ট পলস কলেজ থেকে আইএ এবং কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বিএ পাস করেন। ছাত্রাবস্থায়ই তিনি কয়েকটি গান রচনা করেছিলেন এবং সেগুলো সুরসাধক হিমাংশু দত্তের সুরারোপে রেকর্ড হিসেবে প্রকাশিত হয়। এরূপ গানের রেকর্ডের তালিকা ছয়টি। উল্লেখযোগ্য গানগুলো হলোÑশচীন দেববর্মণের কণ্ঠে নতুন ফাগুনের দিনে এবং উমা বসুর কণ্ঠে ঝরানো পাতার পথে। তবে সুরকার হিমাংশু দত্তের অকাল প্রয়াণে বিনয়ের গীতিকার জীবনের ছেদ পড়ে। বিনয় ১৯৩৭ সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশে ব্রিটেনে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর গাওয়ার স্ট্রিটের ভারতীয় আবাস জার্মান বোমার আঘাতে ধ্বংস হলে তিনি দেশে ফিরে আসেন। দৈনিক”যুগান্তর পত্রিকায় সাংবাদিকতার কাজ নিয়ে কর্মজীবন শুরু করেন। সেখানে শ্রীপথচারী ছদ্মনামে রাজনৈতিক কলমে লিখতেন। কর্মজীবনে তদানীন্তন নেতৃস্থানীয় বহু ব্যক্তির সান্নিধ্যে এসেছেন, সঙ্গে সাহিত্যরচনা করেছেন যাযাবর ছদ্মনামে। কর্মজীবনে তার ওপর দায়িত্ব আসে ১৯৪৭ খ্রিষ্টাব্দে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে গান্ধীজির বাণী সংগ্রহ করার। যাযাবর নামে দৃষ্টিপাত রম্যরচনা লিখে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় লেখক হয়ে ওঠেন। তার উল্লেখযোগ্য অন্য গ্রন্থ হলো ‘জনান্তিকে’, ‘ঝিলম নদীর তীরে’, ‘লঘুকরণ’, ‘হ্রস্ব ও দীর্ঘ’ ‘যখন বৃষ্টি নামল’ ‘যাযাবর অমনিবাস’ প্রভৃতি। এছাড়া ক্রিকেট খেলা নিয়ে বাংলা ভাষায় তার স্বনামে লেখা গ্রন্থ হলো খেলার রাজা ক্রিকেট ও মজার খেলা ক্রিকেট। কর্মসূত্রে ও অবসর গ্রহণ করার পর তিনি সস্ত্রীক ইউরোপ ও আমেরিকায় গিয়ে?ছিলেন। তার স্ত্রী দুর্গাদেবী ছাত্রজীবনে প্যারিসে ছিলেন। তিনি যামিনী রায়ের শৈলীতে অনেক ছবি এঁকেছেন। তার লেখা ‘পুষ্পপট’ বাংলাভাষায় ফুল সাজানো নিয়ে প্রথম প্রকাশিত গ্রন্থ। খ্যাতনামা সাহিত্যিক বিনয় মুখোপাধ্যায় ২০০২ সালের ২২ অক্টোবর দিল্লিতে মৃত্যুবরণ করেন। সংগৃহীত