আজকের দিনে

দেশের প্রাজ্ঞ চলচ্চিত্র পরিচালকদের অন্যতম চাষী নজরুল ইসলাম। ১৯৬১ সালে তখনকার খ্যাতিমান পরিচালক ফতেহ লোহানীর সঙ্গে আসিয়া চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর নির্মাতা চাষী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি ১৯৭২-এ মুক্তি পাওয়ার মাধ্যমে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ। চাষী নজরুলের জন্ম ১৯৪১ সালের ২৩ অক্টোবর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমরপুর গ্রামে। তার পিতা মোসলেহ উদ্দিন আহম্মদ ভারতের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির ইঞ্জিনিয়ার ছিলেন। শৈশবে মামা চাষী ইমাম উদ্দিন প্রতিষ্ঠিত বিদ্যালয়ে চাষী নজরুল ইসলামকে ক্লাস ওয়ানে তাকে ভর্তি করানো হয়। বিদ্যালয়টির বর্তমান নাম সমসপুর হাইস্কুল ও কলেজ। ওই স্কুলেই ক্লাস টুতে ওঠার পর বাবা আবার তাকে নিয়ে যান নিজ কর্মস্থল ভারতের জামশেদপুরে। ওখানে চাষীর বাবারই প্রতিষ্ঠিত বেঙ্গল মুসলিম স্কুলে তিনি ফাইভ পর্যন্ত পড়েন। তারপর ক্লাস সিক্স-সেভেন পড়েন গোলামুড়ি মাধ্যমিক স্কুলে। তারপর আরডি টাটা হাইস্কুলেÑ এখান থেকেই পরে চাষী ইলেভেন পাস করেন। ঠিক এ সময় চাষীর বাবা অসুস্থ হয়ে পড়েন। তিনি জামশেদপুরে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করেছিলেন। কিন্তু চাষীর মা শায়েস্তা খানমের ইচ্ছায় ১৯৫৮ সালে সবাই বিক্রমপুর চলে এলেন। পিতার মৃত্যুর পর সংসারের বড় ছেলে হিসেবে হাল ধরেন তিনি। এজি অফিসে পোস্ট-সর্টার হিসেবে ১৯৬৯ পর্যন্ত চাকরি করেছেন। এফডিসি মাত্র তখন গড়ে উঠছে। চাষীর খালাতো বোনের স্বামী সৈয়দ আওয়াল চলচ্চিত্র নির্মাতা ফতেহ্ লোহানীর প্রধান সহকারী। চাষী তার সঙ্গে যোগাযোগ রাখেন, একই সঙ্গে শুরু করলেন নাটক। সুযোগমতো তিনি চাষীকে পরিচয় করিয়ে দেন ফতেহ লোহানীর সঙ্গে। ফতেহ লোহানী তখন ‘আসিয়া’ করছিলেন। চাষীকে ছোট্ট একটা চরিত্র করার জন্য নিয়েছিলেন। কিন্তু ফতেহ লোহানী তাকে সহকারী পরিচালকের দায়িত্ব দেন। এরপর তো নিজেই এলেন চলচ্চিত্র পরিচালনায়।

চাষী নজরুল ইসলাম পরিচালিত অন্য চলচ্চিত্রগুলোর কয়েকটি হলোÑসংগ্রাম, ভালো মানুষ, দেবদাস, চন্দ্রনাথ, শুভদা, মিয়া ভাই, বেহুলা লক্ষ্মীন্দর, বিরহ ব্যথা, পদ্মা মেঘনা যমুনা, দেশ জাতি জিয়া, হাঙর নদী গ্রেনেড, শাস্তি সুভা প্রভৃতি।

চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হন। ছিলেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য, বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনা কমিটি, প্রযোজক ও পরিবেশক সমিতি, ঢাকা মহানগর ফুটবল অ্যাসোসিয়েশনের (ডামফা) সাবেক ফুটবল সম্পাদক। এ ছাড়া অনেক সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। নন্দিত পরিচালক চাষী নজরুল ইসলাম একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পেয়েছেন একুশে পদকসহ নানা পুরস্কার ও সম্মাননা। ২০১৫ সালের ১১ জানুয়ারি এই কৃতী পুরুষ মৃত্যুবরণ করেন।

সংগৃহীত