আজকের দিনে

ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতার শিমুলিয়া গ্রামে জš§গ্রহণ করেন। তার পারিবারিক নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দ ১৮৭১ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন। প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি প্রথম বিভাগে প্রবেশিকা পাস করেন। কলেজে পড়ার সময় তিনি পাশ্চাত্য যুক্তিবিদ্যা, পাশ্চাত্য দর্শন ও ইউরোপীয় ইতিহাস পড়ায় মনোযোগ দেন। ১৮৮১ সালে চারুকলা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৮৩ সালে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিবেকানন্দ প্রচুর বই পড়তেন। তিনি দর্শন, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি গভীর মনোযোগসহ অধ্যয়ন করেন। তিনি দার্শনিক ডেভিড হিউম, জর্জ ডবিøউ. এফ হেগেল, আর্থার সোফেনহায়ার, ওগুস্ত কোঁত, জন স্টুয়ার্ট মিল ও চার্লস ডারউইনের রচনাবলি পাঠ করেন। পাশ্চাত্য দার্শনিকদের রচনাবলি পড়ার সঙ্গে সঙ্গে তিনি সংস্কৃত ধর্মগ্রন্থ ও বাংলা সাহিত্য নিয়েও চর্চা করেন। তিনি দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য ছিলেন। গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি জানেন, সব জীবই ঈশ্বরের প্রতিভু, তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। বিবেকানন্দ ভালো সংগীতজ্ঞ ও গায়কও ছিলেন। এছাড়া তিনি নিয়মিত অনুশীলন, খেলাধুলা ও সমাজসেবামূলক কাজকর্মে অংশ নিতেন। ১৮৮৬ সালে তিনি নরেন্দ্রনাথ দত্ত থেকে ‘স্বামী বিবেকানন্দ’ নাম গ্রহণ করেন। ১৮৯৭ সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তিনি নিজে হিন্দুধর্মীয় হওয়া সত্তে¡ও হিন্দুধর্মের বহু আদর্শিক বিচ্যুতির কড়া সমালোচক ছিলেন। তার মতে, তিনি ইসলাম ও খ্রিষ্টধর্মসহ সব প্রধান ধর্মের মরমি ভাবধারার মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেন। ধর্ম প্রচারে তিনি একাধিকবার যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, জাপান, মিসরসহ নানা দেশ ভ্রমণ করেন। বিবেকানন্দ ছিলেন একজন বিশিষ্ট বাগ্মী ও লেখক। ব্রিটিশ শাসনকে তিনি অত্যন্ত ঘৃণা করতেন। বিদেশ ভ্রমণকালে তিনি হিন্দুদের আচার-অনুষ্ঠান সম্পর্কে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকতেন। কারণ তিনি তার সমাজের অসংগতিগুলো দেশের বাইরের জনসমক্ষে প্রকাশ করতে চাননি। কিন্তু স্বদেশে তিনি গুরুত্বহীন বিষয়ে ফাঁকা-হিন্দুসংস্কার দিয়ে বিশুদ্ধ ধর্মীয় রীতিনীতি পালনের তীব্র সমালোচক ছিলেন। বারবার ইসলাম ধর্ম সম্পর্কে তার উদাত্ত প্রশংসা ব্যক্ত করেছেন। কারণ একমাত্র এ ধর্মেই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। ভারতে বিবেকানন্দকে ‘বীর সন্ন্যাসী’ নামে অভিহিত করা হয় এবং তার জš§দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। ১৯০২ সালের ৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। সংগৃহীত