আজ আসছে ডোনাল্ড ট্রাম্পের ট্র–থ সোশ্যাল

শেয়ার বিজ ডেস্ক: আজ উম্মোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্র–থ সোশ্যাল। খবর: সিএনএন।

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট থাকার সময় নানা বিতর্কের জন্ম দেন তিনি। এ কারণে এসব যোগাযোগমাধ্যমের একাধিক প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় কার্যত অ্যান্টিসোশ্যাল তকমা পেয়েছেন তিনি। তবে এতে দমে না গিয়ে নিজেই প্ল্যাটফর্ম আনার ঘোষণা দেন। এর নাম দেন ট্র–থ সোশ্যাল।

আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডে। নিজস্ব প্ল্যাটফর্ম উম্মোচনের জন্য এ বিশেষ দিনটিকে বেছে নিয়েছেন তিনি। আজ থেকে অ্যাপলের অ্যাপ স্টোরে আনুষ্ঠানিকভাবে পাওয়া যাবে তার এই যোগাযোগমাধ্যম। অ্যাপের কর্মকর্তা বিলি বি. বলেছিলেন, আমরা ২১ ফেব্রুয়ারি সোমবার রিলিজ করার জন্য প্রস্তুত রয়েছি। তবে বাজারে না আসা পর্যন্ত আর মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে গত বছর অক্টোবরে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, শিগগির আসছে ‘ট্র–থ সোশ্যাল’ অ্যাপ। এরপর এটি নিয়ে বেশ আগ্রহ দেখা দেয়।

ট্র–থ সোশ্যাল চালু করছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। এটি অনেকটা টুইটারের মতো। অ্যাপটির ডেমোর বেশ কয়েকটি ছবি দেখে এ ধারণা করা হচ্ছে। এর আগে নিজস্ব প্ল্যাটফর্মে পোস্ট করেছেন ট্রাম্প। লিখেছেন, ‘তৈরি হোন, আপনার প্রিয় প্রেসিডেন্ট আপনার সঙ্গে জলদি দেখা করবে।’ তার ছেলে ও ঘনিষ্ঠ কয়েকজন এর স্ক্রিনশট শেয়ার করেছেন।

ক্ষমতায় থাকাকালে ট্রাম্প বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরই অংশ হিসেবে জনসাধারণের জন্য এই প্ল্যাটফর্ম আনা হয়েছে। এ নিয়ে ট্রলের অন্ত নেই। প্রচুর কটাক্ষ করা হয় তাকে। তাছাড়া লাইসেন্স নিয়েও জটিলতায় পড়েন ট্রাম্প। এই সামাজিক মাধ্যমটি মাস্টোডন নামে একটি সফটওয়্যার কোম্পানি তৈরি করেছে। কিন্তু প্রোডাক্টের কোথাও ওই মাস্টোডনের নাম নেই, যা সফটওয়্যার-নীতির লঙ্ঘন। ফলে টানাপড়েন শুরু হয়, যদিও পরে সমস্যা মিটে যায়।