প্রতিনিধি, চুয়াডাঙ্গা: মাঘের শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষ। চুয়াডাঙ্গায় আবারও তাপমাত্রা ১০ডিগ্রির নীচে নেমে আসলো। আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা চুয়াডাঙ্গায়।
(২০ জানুয়ারী) চুয়াডাঙ্গার তাপমাত্রা সকাল ৯টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রাতা ছিল ৯০ শতাংশ । গত ১৭ জানুয়ারী তাপমাত্রা ছিল ১২ দমমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় চুয়াডাঙ্গা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৩ দিনের চেয়ে ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। এমন অবস্থা আরও দুুৃদিন থাকবে। এরপর কিছুটা বাড়বে, তারপর ২৬ জানুয়ারী থেকে তাপমাত্রা আবার ৮ডিগ্রির নীচে নেমে আসতে পারে।
এদিকে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে নি¤œবিত্ত মানুষ কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেকই কাজ পাচ্ছেন আবার অনেকে কাজ না পেয়ে বাড়ি ফিরছেন। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেক। শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ। এতে শিশু ও বৃদ্ধারা বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন সদর হাসপাতালে শিশু, ডায়রিয়া ওয়ার্ডে ৪০-৫০ জন রোগী ভর্তি হচ্ছে। এছাড়াও বহিঃবিভাগে চিকিৎসা নিচ্ছেন ৫ শতাধিক রোগী। একই অবস্থা উপজেলার হাসপাতালগুলোতে।