Print Date & Time : 5 July 2025 Saturday 9:27 am

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

 

শেয়ার বিজ ডেস্ক: আজ মঙ্গলবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি হিসেবে গ্র্যাজুয়েটদের হাতে ডিগ্রি তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। খবর ফোকাস বাংলা

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সমাবর্তন বক্তা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সমাবর্তনে অংশ নিতে মোট চার হাজার ৯৩৪ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। যাদের মধ্যে মেয়ে তিন হাজার ১৩৭ ও ছেলে এক হাজার ৭৯৫ জন।