আজ ডিএসই পরিদর্শনে যাবেন আনিসুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে যাচ্ছেন আজ। ডিএসই ও অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আজ সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ডিএসইতে যাবেন। সেখানে তিনি দুটি আলাদা বৈঠক করবেন। প্রথমে তিনি পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। পরে ডিএসইর ব্যবস্থাপনা পর্ষদের সঙ্গেও বৈঠকে করবেন উপদেষ্টার এ বিশেষ সহকারী। এরপর তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ঘুরে দেখবেন।

পুঁজিবাজারের নাজুক পরিস্থিতিতে ড. আনিসুজ্জামান চৌধুরীর ডিএসই পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তারা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে অর্থনীতির কয়েকটি খাতে বড় পরিবর্তন হয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ক্রমাগত বাড়ছে। ডলার ও টাকার বিনিময় হারও স্থিতিশীল হয়েছে। কয়েক মাসে রেমিট্যান্স ও রপ্তানি আয় বেড়েছে। সেইসঙ্গে ব্যাংক খাতেও শৃঙ্খলা ফিরছে। তবে এর মধ্যেও ব্যতিক্রম পুঁজিবাজার, সেখানে ঘুরে দাঁড়ানোর কোনো ছোঁয়া লাগেনি। বরং পুঁজিবাজারে দরপতন দৃশ্যমান হয়েছে। পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন।

পুঁজিবাজারের চলমান পরিস্থিতিতে সংকট থেকে উত্তরণের উপায় খুঁজছে সরকার। এর অংশ হিসেবেই পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করছেন ড. আনিসুজ্জামান চৌধুরী। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে শক্তিশালী করতে ও পুঁজিবাজারের উন্নয়নে গত ১৭ মার্চ ড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর পর থেকেই নিয়মিতভাবে বৈঠক পরিদর্শন করছেন তিনি। এর অংশ হিসেবেই ডিএসই পরিদর্শন।