Print Date & Time : 29 August 2025 Friday 11:06 pm

আজ তৃতীয় দফা বৈঠক রাশিয়া-ইউক্রেনের

শেয়ার বিজ ডেস্ক: যুদ্ধের মধ্যে আজ তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে বৈঠকের স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর: ব্ল–মবার্গ।

এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া। রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে, সোমবার (আজ) বৈঠক হতে পারে।

অবশ্য সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে ফোনালাপের সময় বলেছেন, ‘এই সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা আলোচনা হবে বলে ঠিক করা হয়েছে।’ সংকট অবসানের লক্ষ্যে এই সপ্তাহান্তে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল তৃতীয় দফা আলোচনায় বসতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকও। এর বেশি জানা যায়নি।

এর আগের দুই বৈঠকও যুদ্ধের মধ্যে হয়েছে। দেশ দুটির মধ্যে প্রথম বৈঠক হয় ইউক্রেন-বেলারুশ সীমান্তে। দ্বিতীয় বৈঠকও হয় বেলারুশে। প্রথম বৈঠকে ছিলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকে ও তার দল। এতে প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি রাশিয়ার প্রধান আলোচকের ভূমিকায় ছিলেন। দ্বিতীয় বৈঠকে উভয়পক্ষ বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে ‘মানবিক করিডোর’ নির্মাণে সম্মত হয়। পাশাপাশি একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য ভবিষ্যতে উভয়পক্ষ আবার বৈঠকে বসার কথা জানায়। বৈঠক শেষে টুইটারে এসব কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা।

কিন্তু এরপর এ নিয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। ইউক্রেন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা মিখাইলো টুইটে উল্লেখ করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আলোচনায় ইউক্রেন যে ফল আশা করছে, তা অর্জিত হয়নি। মানবিক বিবেচনায় যুদ্ধবিহীন এলাকা নির্ধারণই এখন একমাত্র সমাধান।’

যুদ্ধ থামাতে এই বৈঠকগুলো হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দেশ দুটো। কোনো ধরনের চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। তবু যুদ্ধ থামার আশায় তৃতীয় বৈঠক হবে।