Print Date & Time : 10 September 2025 Wednesday 12:49 pm

আজ থেকে আবার মিলবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে আবার সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হবে। এ কার্যক্রম চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে চলতি বছর ষষ্ঠবারের মতো এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গতকাল টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবি জানিয়েছে, এ দফায় ভ্রাম্যমাণ ট্রাকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। ট্রাক থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল ৫৬ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এছাড়া ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ও পেঁয়াজ ৩০ টাকা দরে চার কেজি কিনতে পারবেন।

দেশব্যাপী প্রায় ৪৫০ ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে বলেও জানিয়েছে টিসিবি।