Print Date & Time : 11 September 2025 Thursday 4:36 pm

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন আজ মঙ্গলবার। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর গতকাল ঢাকার উদ্দেশে কাতারের আমিরের দেয়া ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ রওনা হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠবেন।

গতকাল খালেদা জিয়ার ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিয়ে যান। গাড়ির পেছনের সিটে বসে ছিলেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিকে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে গতকাল সকাল থেকেই লন্ডনে জড়ো হন ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। হিথ্রো বিমানবন্দরে নিরাপত্তা ইস্যুর কারণে দেখা হবে না জেনেও তারা আসেন।

গতকাল লন্ডন ব্যাংক হলিডে বা সরকারি ছুটির দিন ও কিছুটা বিরূপ আবহাওয়া থাকলেও সব উপেক্ষা করেই খালেদা জিয়াকে বিদায় জানাতে জমায়েত হন তারা।

লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। এর মধ্যদিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের দীর্ঘ ১৭ বছর পর এবারই প্রথম দেশে ফিরতে পারছেন জুবাইদা।

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ নিয়ে ভর্তি করা হয়। ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে তাকে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেয়া হয়। ১১৭ দিনের লন্ডন সফর শেষ করে আজ মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক এ প্রধানমন্ত্রী।