Print Date & Time : 20 August 2025 Wednesday 9:37 am

আজ দেশে ফিরছেন বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার ইফতারের আগে বিকাল ৫টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ওমরাহ হজ করার জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের।

উল্লেখ্য, গত ৩ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।