Print Date & Time : 27 July 2025 Sunday 10:03 pm

আজ দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন জানাবে ১২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ ২৫ জানুয়ারি (বুধবার) বিকেলে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। সভা থেকে কোম্পানির আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পাওয়া যাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী,কোম্পানিগুলো হলো- মোজাফ্ফর হোসেন ষ্পিনিং মিলস,বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। আমরা টেকনোলজির সভা বিকেল ৫টায়, যমুনা অয়েলের সভা বিকেল সাড়ে ৫টায়, আরগন ডেনিমসের বোর্ড সভা বিকেল ৩টায়, ইভেন্স টেক্সটাইলের বোর্ড সভা বিকেল ৪টায়, সেন্ট্রাল ফার্মার বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) বোর্ড সভা বিকেল সাড়ে ৫টায়, উসমানিয়া গ্লাসের বোর্ড সভা বিকেল ৫টায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বোর্ড সভা বিকেল সাড়ে ৫টায়, মতিন ষ্পিনিংয়ের বোর্ড সভা বিকেল ৩টায়, সায়হাম টেক্সটাইলের সভা বিকেল সাড়ে ৩টায় এবং বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড  ডিস্ট্রিবিউশন কোম্পানির বোর্ড সভা।