Print Date & Time : 3 August 2025 Sunday 8:20 am

আজ বার্জার পেইন্টসের লেনদেন চালু

নিজস্ব প্রতিবেদক: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন চালু হচ্ছে আজ। গতকাল রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত সমাপ্ত ১৫ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৪২৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ১৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে সদ্যসমাপ্ত হিসাববছরে মোট ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলো। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৪৯ টাকা ৫১ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৬ জুলাই সকাল ১০টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, জোয়ার সাহারা, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গতকাল কোম্পানির শেয়ারদর শূন্য দশমিক ৫৫ শতাংশ বা ১১ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ দুই হাজার ১২০ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল দুই হাজার ১১২ টাকা।