আজ বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আজ শনিবার রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ করবে আওয়ামী লীগ। আজ বেলা ২টায় শুরু হবে এ কর্মসূচি। এতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।

শোভাযাত্রা সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা ঢাকার জনগণকে এই বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

গতকাল শুক্রবার সকালে ‘বিজয় শোভাযাত্রা’ বাস্তবায়ন ও সফল করতে জরুরি প্রস্তুতি সভা শেষে এসব কথা বলেন নানক। বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটি ঘোষিত ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচি বাস্তবায়ন ও সফল করার লক্ষ্য এই জরুরি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নাম্বার ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। উক্ত কর্মসূচিতে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা অংশ নেবেন।

সভার সিদ্ধান্তের বিষয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সমগ্র দেশবাসী, বাঙালি জাতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। এর মধ্যে গতকাল এবং আজকে বিভিন্ন অনুষ্ঠান পালিত

 হচ্ছে জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে। শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, এই বিশাল ঐতিহাসিক বিজয় শোভাযাত্রা, বিজয়ের ৫০ বছর উদ্যাপন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে। যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক স্বাধীনতার দিকনির্দেশনা দিয়েছিলেন। সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। এই বিজয় শোভাযাত্রা সফল করার জন্য আজকে আমরা বিভিন্ন নেতৃবৃন্দ আকস্মিকভাবে বসেছিলাম এবং সেখানে মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যারা উপস্থিত হতে পারেন নাই তাদের অবহিত করা হয়েছে।

এদিকে রাজধানীর পাশাপাশি সারাদেশে একযোগে অনুরূপভাবে ‘বিজয় শোভাযাত্রা’ আয়োজন করেছে আওয়ামী লীগ। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সব সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্যও কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ. ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।