Print Date & Time : 7 August 2025 Thursday 8:20 pm

আজ রংপুরে বিতরণ করা হবে এক কোটি ৩১ লাখ বই

শেয়ার বিজ প্রতিনিধি, রংপুর: আজকের বই উৎসব সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর প্রাথমিক শিক্ষা অধিদফতর। এবার রংপুর বিভাগে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে প্রায় এক কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৬৪টি। আর রংপুর জেলার আট উপজেলায় প্রায় ২১ লাখ ৭৫ হাজার ৩৩৭টি বই বিতরণ করা হবে।

জানা গেছে, আর রংপুর বিভাগে এ বছর ১৩ হাজার ৪৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে আনুমানিক শিক্ষার্থীর সংখ্যা ছয় লাখ ৪৩ হাজার ৩১৩ জন। ইতোমধ্যে বিভাগের জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভাসহ সব প্রাথমিক শিক্ষা অধিদফতরভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর রংপুর বিভাগীয় উপপরিচালক মাহবুব এলাহী জানান, সব প্রস্তুতি  নেওয়া হয়েছে। স্কুল পর্যায়ে বই পৌঁছানো প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে।