Print Date & Time : 11 September 2025 Thursday 12:25 pm

আজ সব শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৩ সালের এসএসসি ও সমমানের আজ সোমবারের অনুষ্ঠেয় সব বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে। গতকাল রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী সোমবারের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। এদিন অনুষ্ঠেয় সব বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় ওই তারিখে সব বোর্ডের পরীক্ষাই স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে। ১৬ মে থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা বোর্ডকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।