আজ ৬ হাজার পয়েন্টে পৌঁছতে পারে সূচক

রুবাইয়াত রিক্তা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন গতকাল একটি নতুন মাইলফলক অতিক্রম করলো। চার লাখ কোটির ঘরে প্রবেশ করলো বাজার মূলধন। সেইসঙ্গে ডিএসইএক্স সূচকের নতুন উচ্চতায় পৌঁছানোর রেকর্ড হয়। ঈদের আগে শেষ কার্যদিবস আজ যদি সূচক ২৬ পয়েন্ট বাড়তে পারে, তাহলে পুঁজিবাজার এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। সূচক পৌঁছাবে ছয় হাজার পয়েন্টের ঘরে। আমাদের পুঁজিবাজার যে ক্রমেই একটি শক্তিশালী বাজারে পরিণত হচ্ছে আর বিনিয়োগকারীরাও এখানে আস্থা রাখছেন তার প্রমাণ পাওয়া যাচ্ছে।

গতকাল সূচক বাড়লেও লেনদেন কমে গেছে। বিনিয়োগকারীদের মধ্যে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। তারা এখন শেয়ার ব্যবসার থেকে কোরবানির গরু-ছাগল কেনায় বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। যার কারণে লেনদেন কমে গেছে। গতকাল ডিএসইর সূচক বেড়েছে ২৫ পয়েন্ট। সূচকের উত্থানে ভূমিকা রেখেছে ব্যাংক খাত। সূচক ইতিবাচক করতে মূল ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মা, এনসিসি ব্যাংক, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক। ব্যাংক খাতে সবচেয়ে বেশি লেনদেন হয়। এ খাতে লেনদেনের পরিমাণ ২২৮ কোটি টাকা, যা মোট লেনদেনের ২৯ শতাংশ। এ খাতের ৩০ কোম্পানির মধ্যে ২৫টির দর বেড়েছে, কমেছে দুটির। বাকি তিনটি অপরিবর্তিত ছিল। এ খাতের ছয় কোম্পানি এনসিসি ব্যাংক, এবি ব্যাংক, যমুনা ব্যাংক, শাহ্জালাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও আল-আরাফাহ্ ব্যাংক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় চলে আসে। বস্ত্র খাতে লেনদেন হয় ১৭ শতাংশ বা ১৩৭ কোটি টাকা। সিএমসি কামাল, হাওয়েল টেক্স ও সিমটেক্স কোম্পানি তিনটি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসে। প্রকৌশল খাতে লেনদেন হয় ৯০ কোটি টাকা। এ খাতের বিডি অটোকার দরবৃদ্ধির তালিকায় স্থান করে নেয়। আর্থিক খাতে লেনদেন হয় সাড়ে ৭৭ কোটি টাকা বা ১০ শতাংশ। এ খাতের ২৩ কোম্পানির মধ্যে ১৪টির দর বেড়েছে। সাতটির কমেছে। প্রায় সাড়ে ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন করে বাজারে নেতৃত্ব দেয় লংকাবাংলা ফাইন্যান্স। এবি ব্যাংক ৩১ কোটি টাকা, আইএফআইসি ২৩ কোটি, আল-আরাফাহ্ ব্যাংক সাড়ে ২১ কোটি টাকা, বিবিএস প্রায় ১৮ কোটি এবং বিবিএস কেব্ল্স সাড়ে ১৭ কোটি টাকা এবং ফরচুন সুজের ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। গতকালও দুর্বল কোম্পানির দরবৃদ্ধি অব্যাহত ছিল। দরবৃদ্ধির শীর্ষ পর্যায়ে থাকা জেড ক্যাটাগরির কেএন্ডকিউর দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। মেঘনা কনডেন্সড মিল্ক ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, রহিমা ফুড চার দশমিক ৭৩ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের দর বেড়েছে তিন দশমিক ৭০ শতাংশ।