Print Date & Time : 22 July 2025 Tuesday 9:58 pm

আট কোম্পানির লেনদেন চালু আজ

নিজস্ব প্রতিবেদক: আট কোম্পানির শেয়ার লেনদেন চালু হচ্ছে আজ। গতকাল রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হামিদ ফেব্রিকস: ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২৭ ডিসেম্বর বেলা ১১ টায় এজিএম ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকায় অনুষ্ঠিত হবে।

বীকন ফার্মা: সমাপ্ত হিসাববছরে পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ২৮ ডিসেম্বর বেলা ১১টায় এজিএম কোম্পানির রেজিস্টার্ড অফিসে অনুষ্ঠিত হবে।

আমান ফিড: সমাপ্ত হিসাববছরে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে।

আনলিমা ইয়ার্ন ডায়িং: ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে।

তসরিফা ইন্ডাস্ট্রিজ: আলোচিত সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টায় বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টার, বারিধারা, ঢাকায় অনুষ্ঠিত হবে।

ওয়াটা কেমিক্যালস: সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মেঘনা সিমেন্ট মিলস: আলোচিত সময়ে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন  সেন্টার, বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে।

সোনারগাঁ টেক্সটাইল: সদ্যসমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোনো লভ্যাংশ দেয়নি। ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বরিশাল ক্লাব, বরিশালে এজিএম অনুষ্ঠিত হবে।