নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির আটটি পরিত্যক্ত মার্কেটে লাল রঙের সাইনবোর্ড টানিয়ে দেয়া হবে। মালিক সমিতিকে অনুরোধ করছি, আপনারা জীবনের মূল্য দিতে শিখুন। গতকাল মগবাজার চৌরাস্তার ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ড ও ভবনধসের ঘটনা ঘটছে। পরিত্যক্ত মার্কেটগুলো বন্ধে কঠোর হওয়া ছাড়া আমাদের আর বিকল্প নেই। ডিএনসিসির আটটি পরিত্যক্ত মার্কেটে লাল রঙের সাইনবোর্ড টানিয়ে দেব। তিনি বলেন, ক্রেতাদের অনুরোধ করছি, এসব পরিত্যক্ত মার্কেট পরিহার করুন। আমরা কারওয়ানবাজার স্থানান্তরে কাজ শুরু করেছি। অন্যগুলোও স্থানান্তর করব, অথবা নতুন মার্কেট নির্মাণ করে দেব। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।
ডিএনসিসি মেয়র বলেন, এই দেশ ও শহর আমাদের। এই দেশ, এই শহর বাইরের কারও নয়। অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। অথচ যত্রতত্র পোস্টার লাগিয়ে আমরা নিজেরাই এই শহরে দৃশ্যদূষণ করছি। আবার আমরাই শব্দদূষণ করছি, বায়ুদূষণ করছি। শহরের দূষণ বন্ধে আমাদের নিজেদের ঠিক হতে হবে এবং সচেতন হতে হবে। শুধু সরকার ও সিটি করপোরেশন দায়িত্ব নিলে হবে না, সবাইকে দায়িত্ব নিতে হবে। ফ্লাইওভারের পিলারের সৌন্দর্য রক্ষায় সিসি ক্যামেরা লাগানোর ঘোষণাও দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এসএম শরিফ-উল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার ও ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম প্রমুখ।