আট হলে মুক্তি পেল মেঘকন্যা

 

শোবিজ ডেস্ক: দেশের আটটি হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ফেরদৌস অভিনীত সিনেমা ‘মেঘকন্যা’। গতকাল শুক্রবার চারটি ‘নতুন’ ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও মেঘকন্যা সিনেমার প্রযোজক এজেডএম জাহাঙ্গীর কবিরের রিটের কারণে ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা দুটি মুক্তি পায়নি।
ঢাকার মধুমিতা ও শাহীন হল, ময়মনসিংহের ‘ছায়াবাণী’, খুলনার ‘শঙ্খ’, মানিকগঞ্জের ‘নবীন’, মুক্তাগাছার ‘মুন’, শ্রীমঙ্গলের ‘ভিক্টরিয়া’ ও ফরিদপুরের ‘বনলতা’ সিনেমা হলে আজ থেকে চলবে ‘মেঘকন্যা’ ছবিটি। ছবির প্রযোজক জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন। ‘মেঘকন্যা’ সিনেমায় ফেরদৌসের সঙ্গে অভিনয় করেছেন নিঝুম রুবিনা। এটি পরিচালনা করেছেন মিনহাজুল ইসলাম।
দেশের দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা ছিল ‘মেঘকন্যা’, ‘নায়ক’, ‘আসমানী’ ও ‘মাতাল’ সিনেমা। কিন্তু নিয়ম রয়েছে দেশে ঈদ উৎসবের বাইরে এক সপ্তাহে দুটির বেশি নতুন ছবি মুক্তি দেওয়া যাবে না। এদিকে প্রায় তিন মাস আগে থেকেই ‘মেঘকন্যা’ ও ‘আসমানী’ ছবির পরিচালক ও প্রযোজক মুক্তির তারিখ চূড়ান্ত করে রেখেছেন ১২ অক্টোবর। সপ্তাহখানেক আগে হুট করে মুক্তির মিছিলে যুক্ত হলো ‘নায়ক’ ও ‘মাতাল’। ‘মাতাল’ ও ‘নায়ক’ ছবিসংশ্লিষ্টদের দাবি, তাদের ছবি দুটো ‘পুরোনো’ হিসেবেই মুক্তি পাচ্ছে! অন্যদিকে মূলধারার ছবি দুটি যুক্ত হওয়ায় বিপাকে পড়েছে বিকল্পধারার দুই ছবি ‘মেঘকন্যা’ ও ‘আসমানী’। পাচ্ছিল না হল বুকিং। এ অবস্থায় ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমার মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে রিট করেন ‘মেঘকন্যা’ চলচ্চিত্রের প্রযোজক জাহাঙ্গীর কবির।
এর ভিত্তিতে ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা দুটিকে পুরোনো সিনেমা হিসেবে হলে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে নতুন সিনেমাকে পুরোনো সিনেমা হিসেবে মুক্তি দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে নাÑতা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা মুক্তির ওপর এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও হাইকোর্টের আদেশে বলা হয়েছে। এ-সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে ১০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ১২ অক্টোবর ‘মেঘকন্যা’ ও ‘আসমানী’ নামে দুটি নতুন চলচ্চিত্র মুক্তির কথা। চলচ্চিত্র দুটির পরিচালকও নতুন। প্রায় তিন মাস আগে এ দিনটিতে চলচ্চিত্র দুটি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। এদিকে নায়ক ও মাতাল সিনেমা একটি করে প্রেক্ষাগৃহে আগেই মুক্তি দেওয়া হয়েছে।
১১ অক্টোবর দুপুরে প্রদর্শক সমিতির নেতারা এ-সংক্রান্ত জরুরি সভা ডাকেন। যেখানে ‘মেঘকন্যা’ ছবির প্রযোজক, মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ, প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন। সভাশেষে মিয়া আলাউদ্দিন গণমাধ্যমকে জানালেন, ‘নায়ক’ ছবিটি মুক্তির তারিখ পিছিয়েছে বলে জেনেছি। ‘মাতাল’ ছবির তারিখও পেছানোর কথা, কারণ আদালতের স্টে অর্ডার অনুযায়ী ছবি দুটি ১২ অক্টোবর মুক্তি দেওয়া যাবে না।