Print Date & Time : 6 September 2025 Saturday 12:55 am

আদানির বিরুদ্ধে তদন্তে আরও সময় চায় সেবি

শেয়ার বিজ ডেস্ক: ভারতের শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে তদন্তের জন্য আরও ছয় মাস সময় চাইল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি আদানির বিরুদ্ধে তদন্ত করছে। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।

গৌতম আদানির সংস্থা নিয়মনীতি না মেনে ব্যবসা করছেÑএ অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য তাদের আরও ছয় মাস সময় দরকার বলে গত শনিবার সেবি ভারতের সুপ্রিম কোর্টকে জানিয়েছে।

আরও সময় চাওয়ার কারণ হিসেবে সেবি জানিয়েছে, আদানির সংস্থার বিদেশে ব্যবসা রয়েছে। লেনদেন প্রক্রিয়া বিভিন্ন দেশে বিভিন্ন রকম। সেসব নিয়ে তদন্তের জন্য আরও ছয় মাস দরকার। তবে বিষয়টি নিয়ে আদালতের বাইরে মুখ খুলতে রাজি হয়নি আদানি গোষ্ঠী ও সেবি।

যুক্তরাষ্ট্রের সংস্থা হিনডেনবার্গ রিসার্চ জানুয়ারির প্রতিবেদনে আদানির সংস্থার বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের অভিযোগ আনে। তারপর সুপ্রিম কোর্ট সেবিকে আদানির সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। আদানি গোষ্ঠী অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে এবং একই সঙ্গে সেবির তোলা যাবতীয় অভিযোগ কল্পনাপ্রসূত বলে অভিযোগ করেছে।

এ পরিস্থিতিতে তদন্তের জন্য সেবিকে ২ মে পর্যন্ত সময় দিয়েছিলেন শীর্ষ আদালত। তার আগে শনিবার আদালতকে সেবি জানাল, সব দিক ঠিকঠাক খতিয়ে দেখতে এবং ধারাবাহিক তদন্তের জন্য আরও সময় দরকার। কারণ লেনদেনের নিয়ম মানা হয়েছে কি না, পাবলিক শেয়ারহোল্ডিংয়ের নিয়ম মানা হয়েছে কি না এবং শেয়ারদরের হেরফেরে অনিয়ম হয়েছে কি না, সে-সংক্রান্ত অভিযোগের তদন্ত নিশ্চিত করতে চায় সেবি।

তবে আদানির সংস্থা আদৌ নিয়ম ভেঙেছে কি না, সেটা সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট করেনি সেবি। তারা শুধু আদালতকে জানিয়েছে, আদানি গোষ্ঠীর বেশ কয়েকটি সংস্থার কাছ থেকে তথ্য পাওয়া গেছে। বিদেশের বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছেও তথ্য চাওয়া হয়েছে। সেবি আরও জানিয়েছে, সেসব তথ্য হাতে পাওয়ার পরই বোঝা যাবে আদৌ আদানিদের সংস্থাগুলো নিয়ম ভেঙে ব্যবসা করেছে কি না।