Print Date & Time : 8 July 2025 Tuesday 8:47 am

আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা নির্মানের অভিযোগ

বরিশাল ব্যুরো :
আদালতের আদেশ উপেক্ষা করে প্রতিপক্ষের জমি দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। দখলকারীদের বাঁধা প্রদান করায় তারা জমির মালিককে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন। অসহায় পরিবার নিরুপায় হয়ে তাদের সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার দুপুরে নগরীর একটি পত্রিকা অফিসে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুলতান মৃধার ছেলে সরকারী কর্মকর্তা নাসির উদ্দিন ও বশির উদ্দিন।

অভিযোগে জানা গেছে, প্রতিবেশী মোতালেব গাজী ও তার ছেলে প্রভাবশালী হাসান গাজী দীর্ঘদিন থেকে তাদের জমি দখল করার জন্য পায়তারা করে আসছে। এনিয়ে ২০২০ সালে আদালতে মামলা দায়ের করা হয়। যা বর্তমানে চলমান রয়েছে। মামলা চলাকালীন সময় প্রতিপক্ষ (মোতালেব) ওই জমিতে পাকা বসতঘর নির্মানের কাজ শুরু করেন। ওইসময় নাসির উদ্দিন গংরা পূর্নরায় আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের বিচারক চলতি বছরের জুন মাসে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করে বিরোধপূর্ন জমিতে স্থিতিবস্থা জারির নির্দেশ প্রদান করেন।

বশির উদ্দিন আরো অভিযোগ করেন, আদালতের নির্দেশ অমান্য করে হাসান গাজী গংরা পূর্ণরায় পাকা বসত ঘর নির্মানের কাজ শুরু করেছেন। তাদের বাঁধা প্রদান করায় বিভিন্নধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন।

ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করে হাসান গাজী বলেন, তারা আমাদের মধ্যে কোন জমি পাবেনা। আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি বলেন, এসব মামলার রায় একযুগেও হবেনা। তাই বলে কি ঘরের কাজ বন্ধ করে রাখবো।