Print Date & Time : 2 August 2025 Saturday 1:29 am

আদালতে পরী মণি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরী মণিকে আদালতে হাজির করা হয়েছে। এ ছাড়া কাঠগড়ায় রয়েছেন প্রযোজক নজরুল ইসলাম রাজ, মরিয়ম আক্তার মৌ, আশরাফুল আলম দীপু ও সবুজ আলী। তাঁদের প্রত্যেককে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলাটির শুনানি শুরু হয়।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে পরী মণিসহ অন্যদের আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ আগস্ট পরী মণি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।