Print Date & Time : 7 July 2025 Monday 12:48 am

‘আদালতে সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা ইস্যু সমাধান হবে’

শেয়ার বিজ ডেস্ক: আদালতের নির্দেশনা আসার পর ব্যাটারিচালিত রিকশা নিয়ে চলমান সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রোববার (২৪ নভেম্বর) এই নির্দেশনা আসতে পারে বলেও জানান তিনি। এদিন আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান।

সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ব্যাটারি রিকশা নিয়ে আমরা তো উচ্চ আদালতের একটা নির্দেশনাই বাস্তবায়ন করতে যাচ্ছি। হয়ত উচ্চ আদালতে আজকে একটা সিদ্ধান্ত আসবে। যে সিদ্ধান্ত আসবে আমরা তা বাস্তবায়ন করব।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার বিষয়টি উচ্চ আদালতের একটা রায়। এ বিষয়ে এই মুহূর্তে যদি কোনো উত্তর দেই এটা হয়ত কনটেমপ্ট টু দ্য কোর্টও (আদালত অবমাননা) হয়ে যেতে পারে। এজন্য এ ব্যাপারে এখন কিছু বলতে পারব না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে ওই নির্দেশনার মধ্যেই আমরা কাজ করব। আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে। যে নির্দেশনার আলোকে এই সমস্যাটার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।